এই মুহূর্তে জেলা

ডেঙ্গু নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ বিজেপির


হুগলি, ৫ নভেম্বর:- ইতিমধ্যেই ডেঙ্গুর থাবার মারা গেছে দুই জন। সংক্রমিত বহু,পৌরসভা উদাসীন, এই দাবি নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। সকাল ১২ টা নাগাদ শ্রীরামপুর পৌরসভায় ঘেরাও করে বিজেপি, পুলিশি ব্যারিকেড ফেলে দেয় বিজেপি কর্মীরা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক জানান ডেঙ্গু নিয়ে এই পৌরসভায় ঠিক মতো কাজ করছেনা,

ইতিমধ্যেই শহরে দুই জন মারা গেছে, আমরা পৌরপ্রধানের কাছে দেখা করতে চেয়েছি, কিন্তু পৌরপ্রধান দেখা করেনি। অবিলম্বে ডেঙ্গু নিয়ে ঠিক ঠাক কাজ করতে হবে পৌর প্রশাসনকে। পরে অবশ্য বিক্ষোভ মিটে গেলে শ্রীরামপুর পৌরপ্রধান গিরিধারী সা বিজেপি প্রতিনিধি দলের সাথে দেখা করেন।