এই মুহূর্তে জেলা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার।

হাওড়া, ৪ নভেম্বর:- আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার চিকিৎসক অনির্বাণ হাজরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনায় শোকস্তব্ধ সাঁকরাইল এর নলপুর বেতিয়াড়ি গ্রাম। এই গ্রামেই বেড়ে ওঠা ওই চিকিৎসকের। বর্তমানে মা এবং দুই বোন থাকলেও তিনি স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে রামরাজাতলায় থাকতেন। আজ সকালে গ্রামে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে অনেকে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই চিকিৎসক অনেককে বিনা পয়সায় চিকিৎসা করতেন।

প্রতি রবিবার এবং ছুটির দিনে তিনি সপরিবারে গ্রামের বাড়িতে আসতেন। কাকা রতন নস্কর সবার অত্যন্ত প্রিয় পাত্র ছিলো অনির্বান। স্থানীয় বেতিয়াড়ি মেহনতি সংঘ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু আনির্বানের মৃত্যুর সংবাদ আসতেই যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি বাম সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল অনির্বান। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে সাকরাইল বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। মাত্র ১১৩ ভোটের ব্যবধানে হেরে যান।