কলকাতা, ৩১ অক্টোবর:- কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ-র অবসরপ্রাপ্ত কর্মীরা এখন থেকে পাঁচটি ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলতে পারবেন। এতদিন শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকেই তাঁরা পেনশন পেতেন। যা নিয়ে অসন্তুষ্ট কর্মী রা দীর্ঘদিন ধরে অন্যান্য ব্যাংকে যুক্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছিলেন। কে এম ডি এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ওই তালিকায় এবার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক এবং একটি বেসরকারি ব্যাঙ্ককে যুক্ত করা হচ্ছে।
এর ফলে কেএমডিএ-র প্রায় সাড়ে ৬ হাজার টেনশন পাবো উপকৃত হবেন। সম্প্রতি কেআইটি, কেএমডব্লুএসএ কেএমডি-র সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আগামী দিনে অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা আরও বাড়বে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে। উন্নয়ন সংস্থা যুক্ত সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক প্রাণবন্ধু নাগ জানিয়েছেন, এতদিন একটিমাত্র ব্যাঙ্ক থেকে পেনশন দেওয়ার ফলে অসুবিধায় পড়তে হতো। বহু অবসপ্রাপ্ত ব্যক্তি বাধ্য হতেন বাড়ি থেকে অনেক দূরের নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলতে। আরও চারটি ব্যাঙ্কে পেনশনের সুবিধা পেলে ওই অসুবিধা দূর হবে। রাজ্য সরকারি পেনশন প্রাপকদের ক্ষেত্রে একাধিক ব্যাঙ্কের সুবিধা আগে থেকেই আছে।