হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রের খবর। ছটপুজোর দিন রবিবার ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার কয়েকটি দোকানঘরে (বি গার্ডেন থানার অন্তর্গত) বিধ্বংসী আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কমপেক্ষ আটটি দোকান পুড়ে ছাই হয়। জানা গেছে, খাবারের দোকান, মোবাইলের দোকানের পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
সকালে মানুষ যখন রাস্তায় বের হন তাঁরাই বিশাল ধোঁয়া দেখতে পান। খবর দেওয়া হয় দমকলে। বি গার্ডেন থানার পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর জন্য আশেপাশের বাড়ি থেকে বালতি করে জল এনে প্রথমে চেষ্টা চালানো হয়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয় প্রচুর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। দমকলের তরফ থেকে জানানো হয়েছে তদন্তের পরই আগুন লাগার আসল কারণ জানা যাবে।