কলকাতা, ২৮ অক্টোবর:- দুয়ারে সরকার শিবির থেকেই এবার জমির পাট্টার জন্য আবেদন জানানো যাবে। সরকারি জমিতে বসবাসকারিরাও পাট্টার জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যজুড়ে ফের একবার দুয়ারে সরকার শিবির শুরু হতে চলেছে আগামী সপ্তাহে। সেখান থেকেই এই আবেদন জানানো যাবে বলে জানিয়ে দিল নবান্ন। শুধু তাই নয় বিপুল ছাড় সহ বকেয়া বিদ্যুত বিল মেটানো আর নতুন বিদ্যুত সংযোগের জন্যও এবার আবেদন করার সুযোগ মিলবে দুয়ারে সরকার শিবির থেকে। এই মর্মে শুক্রবার নির্দেশিকা জারি করেছেন রাজ্যর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্নের তরফে জানানো হয়েছে মার্চ পর্যন্ত কৃষি এবং গৃহস্থ বিদ্যুৎ সংযোগের উপভোক্তারা ৫০ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ বকেয়া থাকলে দুয়ারে সরকার শিবিরে গিয়ে এককালীন বিদ্যুতের বিল জমা দেওয়ার ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবেন উপভোক্তারা। এতদিন দুয়ারে সরকার প্রকল্প থেকে ২৫ টি পরিষেবা পাওয়া যেত৷ নতুন দু’টি পরিষেবা শুরু হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৷ আগামী ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদন পত্রের নিষ্পত্তিও করে দিতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য।
আগেই জানানো হয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং সংক্রান্ত তথ্য, আঁধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর গুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন-এর মতো পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে মিলবে৷এখনও পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে৷ দুয়ারে সরকারের শিবিরের পাশাপাশি পাড়ায় সমাধানের শিবিরও চলবে, তা ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকারের ক্যাম্প৷ ফলে এবারের শিবির সফল করা রাজ্য প্রশাসনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ৷ বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের সাধারণ মানুষকে এক ছাতার তলায় দেওয়ার জন্য সরকার চালু করেছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ সহ সরকারের ২৫ টি প্রকল্পের সুবিধা মিলত, এবার থেকে তাও বেড়ে গেল। এদিকে, কাস্ট সার্টিফিকেট নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এতদিন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পগুলি থেকে জাতিগত শংসাপত্র মিলত। এবার তা ডিজিটাল ভাবে মিলবে।