এই মুহূর্তে জেলা

সিঙ্গুরের ডাকাত কালীপুজোয় বন্ধ তুবড়ি প্রতিযোগিতা।

হুগলি, ২৪ অক্টোবর:- সিঙ্গুর ডাকাতে কালীর পুজোয় তুবড়ি প্রতিযোগিতা একটা আকর্ষণীয় বিষয়, দীর্ঘদিন ধরে কালী পুজোর রাতে এই তুবড়ি প্রতিযোগিতার দেখার জন্য সিঙ্গুর এবং আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় করেন পূজা প্রাঙ্গণে। কিন্তু এবছর মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং পরিবেশ দপ্তরের নির্দেশ অনুসারে এই প্রতিযোগিতা বন্ধ রাখা হচ্ছে

এ ব্যাপারে বলতে গিয়ে সিঙ্গুর ডাকাত কালী মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক মদনমোহন কোলে জানালেন এখানকার এই প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং আমরা এখানে শব্দহীন তুবড়ি প্রদর্শন করি কিন্তু এ বছর হাইকোর্টকে মান্যতা দিয়ে এবং পরিবেশ দপ্তরের নির্দেশকে সম্মান জানিয়ে আমরা এই প্রতিযোগিতা বন্ধ রাখছি। কারণ আমরা চাই পরিবেশ বাঁচলে জীবজগৎ বাঁচবে আমাদের আগামী দিনের প্রজন্মের কথা মাথায় রেখে সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।