এই মুহূর্তে জেলা

টাকার পাহাড় হাওড়ায়, পান্ডে ভাইদের খোঁজে চলছে তল্লাশি।

হাওড়া, ১৭ অক্টোবর:- টাকার পাহাড় হাওড়ায়। পান্ডে ভাইদের খোঁজে ( শৈলেশ, রোহিত ও অরবিন্দ পান্ডে ) এখন চলছে তল্লাশি। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং শিবপুর আবাসনের গ্যারেজ ও হাওড়ার মন্দিরতলার ফ্ল্যাট মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি টাকা ! এই ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। মন্দিরতলার ফ্ল্যাটেই শুধু তল্লাশি চালিয়ে নগদে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ৩৫, অপ্রকাশ মুখার্জি লেনের শৈলেশ পান্ডের ভাইয়ের শিবপুর মন্দিরতলার ফ্ল্যাটেও রবিবার গভীর রাত পর্যন্ত রেইড হয়। শৈলেশ পান্ডের ভাই রোহিত পান্ডের অপ্রকাশ মুখার্জি লেনের ওই ফ্ল্যাটে

গোয়েন্দারা রাতে তল্লাশি শুরু করেন। গভীর রাতে সেই তল্লাশি শেষে টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করেও দেওয়া হয়। এই ফ্ল্যাটে শৈলেশের পরিবার থাকতেন। রোহিতও আসতেন সেখানে। জানা গিয়েছে, এখানে উদ্ধার হওয়া প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ টাকার অধিকাংশই ৫০০ টাকার নোটে গচ্ছিত ছিল। বক্স খাটে রাখা ছিল সেই টাকা। উল্লেখ্য, শনিবার রাতেও হাওড়ার শিবপুরের একটি আবাসনে রাখা গাড়ি থেকে দুই কোটি কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। গাড়িটির মালিক শৈলেশের ভাই অরবিন্দ পান্ডে। বেসরকারি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী ভাবিয়ে তুলেছে তদন্তকারীদেরও।

এখনো পর্যন্ত পাওয়া তথ্যঃ

⏺️ শিবপুরের আবাসনের গ্যারেজে রাখা গাড়ি থেকে উদ্ধার প্রায় ২ কোটি ২০ লক্ষ নগদ টাকা। উদ্ধার সোনা ও হীরের গয়না।

⏺️ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকার হদিস।

⏺️ শিবপুর মন্দিরতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ টাকা।

⏺️ উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র।