হাওড়া, ১৬ অক্টোবর:- শিবপুর টাকা উদ্ধার কান্ডে এবার ব্যবসায়ী শৈলেশ পান্ডের হাওড়ার অভিজাত আবাসনে তদন্তে এলেন ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। সঙ্গে রয়েছেন কলকাতা গোয়েন্দা পুলিশ, হেয়ার স্ট্রিট থানার পুলিশ। স্থানীয় শিবপুর থানার পুলিশ উপস্থিত রয়েছেন সেখানে। শনিবার রাতে ওই ব্যবসায়ীর ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছিল।
এদিন তালা ভেঙেই ফ্ল্যাটে ঢোকেন তদন্তকারীরা। আবাসনের নিরাপত্তা কর্মীদেরও সেখানে ডেকে নেওয়া হয়। ঘরের মধ্যে আর কোনও নগদ টাকা, গয়না বা নথিপত্রের হদিস মেলে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।