এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে পুলিশের প্রিজন ভ্যান।

হাওড়া, ১৭ অক্টোবর:- এবার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের প্রিজন ভ্যান উঠে পড়ল রাস্তার ফুটপাথে। উল্টো দিকে থেকে আসা একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারল পুলিশের গাড়িটি। ওই দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র আহত হয়। সোমবার সকালে স্কুল ছুটির শেষে বাড়ির ফিরছিল তিন স্কুল ছাত্র সহ এক ছাত্রী। তারা ফুটপাত দিয়েই হেঁটে যাচ্ছিল।

সেই সময় পুলিশের প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। তখনই আহত হয় দুই ছাত্র। এদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।