এই মুহূর্তে জেলা

পৈত্রিক ভিটেতে বাঁচার অধিকারের দাবিতে ধর্ণায় তরুণী।

সুদীপ দাস, ১৫ অক্টোবর:- পৈত্রিক ভিটেতে শান্তিতে বাঁচার অধিকারের দাবিতে ডানকুনির চামুণ্ডা মন্দিরে ধর্ণায় বসলেন এমএ পাস তরুণী। ওই তরুণীর নাম পিয়ালী পাল। পিয়ালী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে এমএ পাস করেছেন। দীর্ঘদিন সংগীতশিল্পী শিপ্রা বসুর কাছে গানও শিখেছেন। অভিযোগ বাবার ভিটেতে বৌদির অত্যাচারে শান্তিতে বাঁচার কোন উপায় নেই। নিজের প্রিয় সংগীত পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তাই স্বতঃস্ফূর্তভাবে বাঁচার অধিকারের দাবিতে তিনি চামুন্ডা দেবীর কাছে ধরনায় বসেছেন। দেবীর কাছে তার প্রার্থনা জন্ম যখন তুমি দিয়েছ তখন বাঁচতে না পারলে তুমি মৃত্যু দাও। এমতাবস্থায় শনিবার সকাল থেকে ডানকুনি চামুণ্ডা মন্দিরে ওই তরুণীকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

তরুণী জানান তিনি বারংবার পৌরসভা ও প্রশাসনকে জানিয়ে সমস্যার সমাধান হয় নি। তাই বাধ্য হয়ে তাকে এই পথ বেছে নিতে হয়েছে। অন্যদিকে পিয়ালির দাদা সুমিত পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান তার আইবুড়ো বোনই তার স্ত্রীর উপর নির্যাতন করে। সারাদিনই তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করে যা বাইরে থেকে কেউ দেখতে পায় না। এই বিষয়ে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান তিনি বিষয়টি মেটানোর জন্য ওই তরুণীর বাড়ি গিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অশান্তি এতটাই ছড়িয়ে পড়েছে যে তিনি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন।