এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যুর ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ, দাবি প্রিয়াঙ্ক কানুনগোর।

হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশ তাকে কোনরকম তথ্য দিয়ে সহায়তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সঠিক সময়ে এফআইআর ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। দুটো ঘটনার ক্ষেত্রেই প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এছারাও তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। দিল্লি তে ফিরে গিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। প্রয়োজনে রাজ্য পুলিশের থেকে তদন্তভার অন্য কোন এজেন্সিকে দিয়ে করানোর কথা বলেন কমিশনের চেয়ারম্যান।

শেওড়াফুলি তে তাকে আধ ঘণ্টা আটকে বিক্ষোভ করে তৃণমূল এমন অভিযোগও করেন চেয়ারম্যান। এখানে শাসকদল আর পুলিশ এক হয়ে কাজ করছে দোষীকে বাঁচাতে। তৃণমূলের সাধারণ সম্পাদক দিলীপ যাদব বলেন, কোন ঘটনা ঘটলে ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনার ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। কোন এজেন্সি বা কমিশন এই ধরনের ঘটনায় কথা বলতে আসতেই পারেন। তবে বিজেপির একজন নেত্রী কে নিয়ে কমিশন ঘুরছে মানে এটা রাজনীতি করছেন। সরকার চায় এই ধরনের কোন ঘটনা যাতে না ঘটে।