এই মুহূর্তে জেলা

বাঁশবেড়িয়ায় তার গাড়িতে আক্রমণের ঘটনায় অভিযুক্তদের ছাড়া হবে না- লকেট।


হুগলি, ৮ এপ্রিল:- ত্রিবেণী শিবপুর থেকে পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ লকেট চট্টোপাধ্যায়ের। গত কয়েক দিনের দাবদাহ আজ আর নেই।সকাল থেকে মেঘলা আকাশ। তাপমাত্রায় কমেছে অনেকটা। মনোরম আবহাওয়ায় ভোট প্রচার হুগলির বিজেপি প্রার্থীর। ত্রিবেনী থেকে পদযাত্রা করে, সপ্তগ্রাম বিধানসভার একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

পরে ত্রিবেনী কালিতলায় ডাকাত কালী মন্দিরে পুজো দেন লকেট। বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, আবাস যোজনার দূর্নীতি হয়েছে কারা ঘর পেয়েছে সেই তালিকা বের করা হবে। দূর্নীতির তদন্ত সিবিআই ইডি দিয়ে হোক। সপ্তগ্রাম এলাকার বাঁশবেড়িয়ায় তার গাড়িতে আক্রমন করে অভিযু্ক্তদের ছারা হবে না। তাদের দূর্নীতি প্রকাশ্যে আনা হবে বলেও জানান লকেট।