পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর:- দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ঘিরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়।প্রাতঃভ্রমণে বেরনোর পর দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন, নন্দ মার্কেট সহ একাধিক জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রে কী কাজ করেছেন? দিলীপ ঘোষকে ঘিরে জানতে চায় তৃণমূল কর্মী সমর্থকেরা। তারপরই দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তারা। পাশাপাশি চোর বলেও আখ্যা দেওয়া হয় তাকে। ক্রমশ সেই পরিস্থিতি আরও জটিল হতে থাকে। তৃণমূলের বিক্ষোভ চলাকালীন দিলীপ ঘোষের এক উক্তি ঘিরে বচসা সৃষ্টি হয় বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশকর্মীরা। দীর্ঘক্ষণ পরবেলদা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্বাভাবিকভাবেই প্রাতঃভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগানের মুখে দিলীপ ঘোষকে পোড়ায় রাজ্যের নজর এবার শুধুমাত্র বেলদার দিকে।