এই মুহূর্তে জেলা

স্বামীর ‘পরকীয়া’ সম্পর্কের প্রতিবাদ করায় ঘর থেকে তরুণী স্ত্রীকে বের করে দেওয়ার অভিযোগ।

হাওড়া, ১৪ অক্টোবর:- স্বামীর ‘পরকীয়া’ সম্পর্কের প্রতিবাদ করায় ঘর থেকে তরুণী স্ত্রীকে বের করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘরের বাইরেই রাত কাটালেন স্ত্রী। প্রতিবেশীদের প্রতিবাদ। থানায় অভিযোগ দায়ের। একাধিক মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে মিটিং করতে যাওয়ার অছিলায় স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হাওড়ার চ্যাটার্জিহাটের ভট্টাচার্জিপাড়ায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, কেদার ভট্টাচার্য লেনের বাড়ির উঠোনে সারারাত কাটাতে হয় ‘নির্যাতিতা’ গৃহবধূকে।

স্বামীর পক্ষ নিয়ে ঘরে আসা বহিরাগত যুবকরা তরুণীকে ধর্ষণের হুমকি দেন বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতে স্থানীয় চ্যাটার্জিহাট থানায় জানাতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। যদিও, শুক্রবার বিকেলে অবশেষে থানায় অভিযোগ জমা নেওয়া হয়। জানা গেছে, ২০১৮ সালে বিয়ের বছর দুই পর থেকেই বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামীর জড়িয়ে পড়ার বিষয়ে প্রতিবাদ জানালে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। গত চার মাস ধরে নির্যাতন চরমে ওঠে। স্ত্রীর ওপরে স্বামীর সেই নির্যাতনে পরোক্ষে সায় দিতেন শ্বশুর, শাশুড়ি ও ননদ এমনও অভিযোগ জানান ওই মহিলা।