এই মুহূর্তে কলকাতা

মঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী , চলছে শেষ মুহর্তের প্রস্তুতি

কলকাতা , ২৫ নভেম্বর:- কাটতে চলেছে মানুষের ভোগান্তির দিন। নির্মীয়মান মাঝেরহাট ব্রিজের লোড টেস্টিং এর কাজ শেষ। তার রিপোর্ট পাঠানোর রেলের কাছে। রেলওয়ে সেফটি কমিশন থেকে সবুজ সঙ্কেত এলেই উদ্বোধন হবে মাঝেরহাট ব্রিজের। তবে ব্রিজের ৯৯ শতাংশ কাজ শেষ। বুধবার পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ব্রিজের কাজ কর্ম খতিয়ে দেখেন। ওই দপ্তরের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার নির্মীয়মান সংস্থার সঙ্গে আলোচনা করেন। এখন রং করা ছাড়া বাকি সব কাজ শেষ। রেলের থেকে অনুমোদন পেলেই উদ্বোধন হয়ে যাবে। তবে ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রী এই ব্রিজের উদ্বোধন করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস প্রতি বুধবারই মাঝেরহাট ব্রিজের কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখেন। লকডাউন এর মধ্যেও কাজ কতটা এগোলো, কেবল কিভাবে লাগানো হচ্ছে, আলো লাগানোর কাজ কতদূর, ব্রিজের লোড টেস্টিং এর কাজ শেষ হলো কিনা প্রতিমুহূর্তের খবর নিয়েছেন তিনি। এদিন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল ব্রিজ করতে ২৪ থেকে ৩০ মাস সময় লাগে। আমাদের এখানে এক বছরের মধ্যে কেবল ব্রিজ তৈরি হয়েছে। এখন ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের কাজ বাকি। ডিসেম্বর মাসেই উদ্বোধন হয়ে যাবে।