এই মুহূর্তে কলকাতা

সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দিতে হবে, এমনই নির্দেশ নবান্নের।


কলকাতা, ২৫ আগস্ট:- সঠিক সময়ে মধ্যে সরকারি আধিকারিকদের যাবতীয় সম্পত্তির হিসেব জমা দিতে হবে। নবান্নের তরফে এমনই একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এমন নির্দেশ আগেও ছিল। কিন্তু তা সত্ত্বেও অনেক আমলা, আধিকারিক নির্দিষ্ট সময়ে সম্পত্তির হিসেব জমা দিচ্ছেন না বলে অভিযোগ। যে কারণে ইন্টার্নাল অর্ডার জারি করে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। সম্প্রতি বেশ কিছু দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি।

সিবিআই, ইডি তদন্তে করছে। এই অবস্থায় তদন্তে একাধিক সরকারি আধিকারিকেরও নাম উঠে আসছে। যা নিয়েও নানান গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে, দুর্নীতি রুখতেই এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে নবান্ন। সে কারণেই অফিসারদের জন্য এই নির্দেশ।