এই মুহূর্তে কলকাতা

এবার থেকে লেনদেন প্রক্রিয়া, পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় করার উদ্যোগী সরকার।

কলকাতা, ২৬ আগস্ট:- রাজ্য সরকার টাকা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছে।১ সেপ্টেম্বর থেকে সমস্ত ট্রেজারি থেকে পুরোপুরি ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে বলে অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এই প্রক্রিয়া কীভাবে চলবে, ওই বিজ্ঞপ্তিতে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অর্থ দফতর সূত্রে জানা গেছে, সরকারি কর্মীদের বেতনসহ বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে প্রাপ্য টাকা অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

ই-প্রদান পোর্টালের মাধ্যম এই ব্যবস্থা কয়েক বছর ধরে চলছে। তবে কিছু ক্ষেত্রে চেক দেওয়ার বিকল্প ব্যবস্থা চালু রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত না-থাকার কারণে অল্পকিছু ক্ষেত্রে ট্রেজারিগুলি চেক দিয়ে থাকে। ২০১৫ সালে অর্থদপ্তরের এক নির্দেশিকা অনুযায়ী, ‘সিটিএস-২০১০’ চেকের মাধ্যমে টাকা মেটানোর ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার এখন তার বদলে ডিজিটাল চেক ক্লিয়ারিং ব্যবস্থা চালু করতে চাইছে। বিভিন্ন ট্রেজারিতে এই ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হয়ে গিয়েছে।