এই মুহূর্তে কলকাতা

ভাতা বাড়ছে আশা কর্মীদের।

কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের স্বাস্থ্য দফতর বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত হারে আশা কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার কথা জানিয়েছে। মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার জন্য তারা এবার থেকে ২০০ টাকা করে উৎসাহ ভাতা পাবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণে সহায়তার জন্য তাদেরকে সপ্তাহে একদিন করে উপস্থিতির জন্য ৬০ টাকা করে দেওয়া হবে। শিশুদের টিকাকরণের তালিকা তৈরি ও আপডেট করার জন্য তাদের একই পরিমাণে উৎসাহ ভাতা দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি ও আপডেট করার কাজের জন্যও সপ্তাহে একদিন করে তারা ৬০ টাকা করে উৎসাহ ভাতা পাবেন। নির্দিষ্ট দিন সরকারি ছুটি থাকলে অন্যদিন ওই একই কাজের জন্য আশা কর্মীদের একই হারে ভাতা মিলবে। জননী সুরক্ষা যোজনায় গর্ভবতী মহিলাদের নাম নথিভুক্ত করা প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহ দেওয়ার জন্য আশা কর্মীদের ১০০ টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। ওই প্রকল্পে নথিভূক্ত গর্ভবতী মহিলাদের গর্ভকালীন পরিষেবা দেওয়ার জন্য প্রতি মহিলা পিছু আশা কর্মীরা ২০০ টাকা করে উৎসাহ ভাতা পাবেন।

ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের পরীক্ষা-নিরীক্ষা ও সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে সহায়তা করার জন্য তাদের মহিলা পিছু ৩০০ টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। এই ধরনের ঘটনায় শিশু জন্মের ৪৫ দিন পর্যন্ত প্রসূতি মা ও নবজাতক সুস্থ থাকলে আশা কর্মীদের ৫০০ টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। এছাড়া জনসাস্থ্য কর্মসূচি, ডেঙ্গু ম্যালেরিয়ার মত সংক্রমক রোগ নির্ণয় প্রকল্পে সহায়তা, ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাসকুলার রোগের নিয়ন্ত্রণ কর্মসূচিতে কাজ করার জন্য তারা বর্ধিত হারে উৎসাহ বাধা পাবেন বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে।আগামী ২১ আগস্ট থেকেই এই বর্ধিত উৎসাহ ভাতা চালু হবে। ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন আশা কর্মীরা। এই ভাতা বৃদ্ধির ফলে তাঁদের দাবিদাওয়া অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।