হুগলি, ১৮ আগস্ট:- বন্ধ হয়ে পড়ে থাকা রিষড়া সেবাসদন কে সরকারি ভাবে অধিগ্রহণ করে ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স ভবনের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক হল জেলা প্রশাসনিক ভবনে।বৃহস্পতিবার চুঁচুড়ায় জেলাশাসক দীপাপ্রিয়া পি এর উপস্থিতিতে ওই বৈঠকে হাজির ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুইয়া, শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও বিধায়ক সুদীপ্ত রায়। বৈঠক সূত্রে খবর গত বছর জেলা প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে রিষড়া সেবাসদন কে সরকারি ভাবে অধিগ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই জেলা প্রশাসন উদ্যোগী হয়। কিন্তু ট্রাষ্টি বোর্ডের অধীনে থাকা সেবাসদনের অধিগ্রহণ প্রক্রিয়া জমি জটে আটকে ছিল।রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ট্রাষ্ট্রি বোর্ডের সদস্যদের থেকে প্রয়োজনীয় এনওসি লিখিয়ে এনে প্রশাসনের কাছে জমা দিতেই সেবাসদনের অধিগ্রহনে বৈঠক করে জেলা প্রশাসন। এ দিন বিধায়ক সুদীপ্ত রায় বলেন, অধিগ্রহণের ক্ষেত্রে জমি সংক্রান্ত যে সমস্যা ছিল সেটা মিটে গিয়েছে। খুব শীঘ্রই সেবাসদন ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং হয়ে কাজ শুরু করবে।