এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযান বিজেপির কর্মসূচি নয়, ছাত্রসমাজের, ফের দাবি শুভেন্দুর।


হাওড়া, ২৫ আগস্ট:- প্রতিবাদী জনতা, ছাত্রসমাজ এবং সচেতন নাগরিকরা মিলে নবান্ন অভিযান করছে। এটা বিজেপির কর্মসূচি নয়। তবে পতাকা ছাড়া যে কেউ মিছিলে সামিল হতেই পারেন। সিদ্ধান্তটা তাদের উপরেই ছাড়তে হবে। হাওড়ায় বললেন শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় হাওড়ার পঞ্চাননতলায় দলীয় কার্যালয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের দফা এক। দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ।

আরজি করের ঘটনার দোষীরা এবং ১৪ তারিখ রাতে ভাঙচুরের ঘটনায় দোষীদের শাস্তি চাই আমরা। যে শ্মশানে ডাক্তারি পড়ুয়ার শেষকৃত্য করা হয়েছে সেখানের রেজিস্টারে পরিবারের কারও স্বাক্ষর ছিলনা। এমনকী শবদাহের খরচও পরিবার বহন করেনি। কে এই টাকা দিয়েছে আর রেজিস্টারে কার সই রয়েছে তার তদন্ত দাবি করেন শুভেন্দু।