এই মুহূর্তে জেলা

এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড়ের চাঁদমারি এলাকায় পুকুরের জলে ডুবে স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা। বুধবার ওই ঘটনার পর যুবককে উদ্ধার করে বেলুড়ের একটি নার্সিংহোমে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপরই প্রবল উত্তেজনা তৈরি হয় নার্সিংহোম চত্বরে। এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক দাস নামের ওই যুবক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। উত্তেজনা থাকায় বালি ও বেলুড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, নিশ্চিন্দা থানা এলাকার বেলুড় চাঁদমারি এলাকায় ফুটবল খেলার সময় পুকুরে বল পড়ে গেলে বল কুড়োতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় সৌভিক দাস(২৩) নামের ওই যুবকের।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় যুবকরাই পুকুর থেকে উদ্ধার করে সৌভিককে নিয়ে প্রথমে নিয়ে আসেন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। এরপর সেখান থেকে আনা হয় বেলুড় ধর্মতলা রোডের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে যুবককে মৃত ঘোষণা করা হয়। এরপরই প্রবল উত্তেজনা তৈরি হয় ওই নার্সিংহোম চত্বরে। ঘটনার পরপরই চাঁদমারি এলাকা থেকে কয়েকশো যুবক হাজির হয়ে যান সেখানে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কা থাকায় বালি ও বেলুড় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। এরপর পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।