এই মুহূর্তে কলকাতা

নিয়ম করে দপ্তর ওয়ারী প্রকল্প পর্যালোচনায় মুখ্য সচিব প্রস্তুত প্রশাসনিক ক্যালেন্ডার।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত ও সময়ানুবর্তী রূপায়নের উদ্দেশ্যে অভিনব পদক্ষেপ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন থেকে নিয়ম করে প্রতিমাসে নির্ধারিত দিন এবং নির্ধারিত সময়ে দপ্তরওয়ারী সমস্ত প্রকল্পের কাজ কর্ম ও অগ্রগতি মূল্যায়ন করবেন খোদ রাজ্যের মুখ্যসচিব। কবে তিনি কোন দপ্তরের নিয়ে বৈঠক করবেন তার বিস্তারিত তালিকাসহ রীতিমত একটি ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। তা ইতিমধ্যেই জেলাগুলিতে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে এই ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। যেমন স্থির হয়েছে এখন থেকে প্রতি মাসের প্রথম সোমবার মুখ্য সচিব শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন। শিক্ষাশ্রী ঐক্যশ্রী সহ বিভিন্ন রকমের স্কলার শিপ, মিড ডে মিল, সবুজ সাথী সহ একাধিক প্রকল্প রয়েছে ওই দপ্তরের অধীনে।

প্রতি মাসের প্রথম সোমবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বসে জেলাশাসকদের কাছ থেকে মুখ্যসচিব সংশ্লিষ্ট জেলায়ওইসব প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন। একইভাবে মাসের প্রথম মঙ্গলবার তিনি কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। একইরকম ভাবে স্বাস্থ্য পরিবার কল্যান, কৃষি,শিল্প, শিক্ষা থেকে শুরু করে সব ধরনের দপ্তরের কাজকর্ম মূল্যায়নের জন্য পৃথক দিন ধার্য করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর বিধানসভা নির্বাচন এবং দীর্ঘ অতিমারীর আবহে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। তা যাতে দ্রুত গতি পায় তা দেখতেই প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত নজরদারির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।