এই মুহূর্তে জেলা

ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার বেশ কয়েকটি সদ্যোজাত শিশুর দেহ।

হাওড়া, ১৬ আগস্ট:- হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ৩১নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার বেলায় যখন এলাকার বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কুড়াচ্ছিল তখন প্লাষ্টিকের ভিতর মোড়া অবস্থায় ওই সদ্যজাত শিশুদেহ ও ভ্রুণ তারা দেখতে পায়। তারপরেই খবর দেওয়া হয় উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানায়। তারা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন।

এলাকার মানুষের অভিযোগ কিভাবে সমস্ত সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ ফেলে যাওয়া হয়েছে তার দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ দুর্গন্ধে তারা এলাকায় টিকতে পারছেন না। অবিলম্বে এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় তার দাবি জানিয়েছেন এলাকার লোকজন। পুরসভার এক আধিকারিক বলেন আমরা নার্সিংহোম থেকে বর্জ গুলো নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলি। কোন নার্সিংহোম বা স্টাফ এই কান্ড করেছে। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।