এই মুহূর্তে জেলা

রিভিউতে ৭ নম্বর বেড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় জুড়ল ডোমজুড়ের অভিজিতের নাম।


হাওড়া, ৮ আগস্ট:- রিভিউতে ৭ নম্বর বেড়ে রাজ্যের মেধা তালিকায় জুড়ল ডোমজুড়ের অভিজিতের নাম। বাবা গৌতম পাল পঞ্চায়েতের কর্মী। মা গৃহবধূ। এরকম সাধারণ পরিবার থেকে উঠে আসা হাওড়ার ডোমজুড়ের ভান্ডারদহ পালপাড়ার অভিজিৎ পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান অর্জন করেছে। যদিও মেধা তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন তার সম্ভাব্য র‍্যাঙ্ক ছিল প্রথম দশের বাইরে। কিন্তু তার মনে হয়েছিল কস্টিংয়ে আরও নম্বর তার পাবার কথা।

এরপরই সে রিভিউয়ের জন্য আবেদন জানায় বোর্ডের কাছে। রিভিউ করার পর তার সাত নম্বর বাড়ে। এরপরই তার মোট নম্বর বেড়ে হয় ৪৯০। ফলে সে মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে বলে জানা গেছে। অভিজিতের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন। খুশি পাড়ার লোকজন থেকে শুরু করে স্কুলের সমস্ত শিক্ষকরা। হাওড়ার ডোমজুড়ের ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জানান, এটা খুবই গর্বের বিষয়। ও রিভিউ করার পর ওর আরও সাত নম্বর বেড়েছে। এবং ও মেধা তালিকায় নবম স্থানে এসেছে। আমাদের স্কুলের ছাত্রের এই সাফল্যে আমরা খুবই গর্বিত।