কলকাতা, ২ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত বুধবার রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাবিত রদবদল হতে চলেছে। বুধবার, বিকেল ৪টের সময় রাজভবনের থ্রোন রুমে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। কারা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে চলেছেন, কোন কোন নতুন মুখ সেখানে স্থান পাবেন এ নিয়ে নানা মহলে জল্পনা চলছে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রশাসন ও সরকারের কর্তা ব্যাক্তিরা। পুরো বিষয়টি নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কারা মন্ত্রিসভায় স্থান পাবেন তা জানা যাবে রাজভবনেই।মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির স্বাক্ষরিত শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র আমন্ত্রিতদের কাছে পৌঁছে গিয়েছে। কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, তবে রদবদল হবে-সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার, বিকেল চারটে ফের এই বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। এবার শপথের সময় জানিয়ে গিলেন মুখ্যসচিব। ওইদিন মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলে বলেও জানান মুখ্যমন্ত্রী।