এই মুহূর্তে জেলা

সদ্য ছুটি মেলা ব্যাক্তির মৃত্যু বেডেই, চাঞ্চল্য সদর হাসপাতালে।

সুদীপ দাস, ২৩ জুলাই:- সদ্য ছুটি হওয়া ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনায় হাসপাতাল সুপারকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেন পরিবার। ঘটনাটি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের। গত বুধবার জ্বরের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন পান্ডুয়া থানার খন্যান ইটাচুনা গ্রামের বাসিন্দা পরিমল ব্যানার্জী(৫২)। ডাঃ মান্নার তত্ত্বাবধানে পরিমলবাবুর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা এসে জানতে পারেন পরিমলবাবুর ছুটি হয়ে গেছে। তবে তখনও ডিসচার্জ সার্টিফিকেট তাঁদের হাতে দেওয়া হয়নি। এরপর বেশকিছুক্ষন পরিমলবাবুর সাথে কথা বলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স ডাকতে যান পরিবারের লোকেরা। সেসময় আয়া তাঁদেরকে ফোন করে জানান পরিমলবাবু মারা গেছেন।

তড়িঘড়ি তাঁরা ওয়ার্ডে ছুটে আসেন। দেখতে পান কিছুক্ষন আগেও সুস্থ পরিমলবাবু আর নেই। এরপরই ডিসচার্জ সার্টিফিকেটের দাবীতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে শুরু হয় বচসা। সেসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতদেহ সৎকার করে আজ পুনরায় ব্যানার্জী পরিবার সদর হাসপাতালে আসেন। ডিসচার্জ সার্টিফিকেটের দাবীতে এদিনও উত্তেজনা ছড়ায় হাসপাতাল সুপারের ঘরের সামনে। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। মৃতের পরিবারের লোকেরা ঘটনার সঠিক তদন্তের দাবীতে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রতিক্রিয়া দিতে চায়নি।