হাওড়া, ১৩ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে শ্বশুর শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া মধ্য সন্তোষপুর, হাজরাপাড়ায় ওই ঘটনা ঘটে। ঘটনায় শ্বশুরের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। যদিও, সরকারিভাবে মৃত্যুর খবর জানা যায়নি। পাশাপাশি, প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থা শাশুড়িরও। ভর্তি রয়েছেন কলকাতার সরকারি হাসপাতালে। এদিকে, ঘটনার পর থেকেই জামাই এলাকা ছেড়ে পলাতক। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার বড়গাছিয়া ১ নং অঞ্চলের মধ্য সন্তোষপুর হাজরাপাড়ায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা গেছে, এদের পরিবারে অশান্তি দীর্ঘদিনের।
মেয়ে জামাই একসঙ্গে থাকতেন না। মেয়ে কাজের সূত্রে কলকাতায় আলাদা থাকেন। জামাইয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। কাজের সূত্রে তিনি থাকেন হাওড়ায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে জামাই শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি ও শ্বশুরের গায়ে আগুন লাগিয়ে দেয়। শ্বশুর হারু হাজরা (৬৭) এবং শাশুড়ি তিলোকা হাজরাকে (৬২) অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামাই গোষ্ঠ মন্ডল (৩৫) ঘটনার পর থেকেই পলাতক। অভিযুক্তের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় শ্বশুর শাশুড়িকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।