হওড়া, ৯ জুলাই:- আগামী ২১ জুলাই শহীদ সমাবেশকে সফল করার উদ্দেশ্য নিয়ে হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এক অভিনব প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে “পাড়ায় পাড়ায়, দুয়ারে দুয়ারে টিএমসিপি।” সমগ্ৰ দক্ষিণ হাওড়া জুড়ে প্রত্যেক পাড়ার বুথে বুথে পৌঁছে মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম দাস জানান, এর মাধ্যমে কখনও বাড়ি বাড়ি সাধারণ মানুষের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই সম্পকিত তৎকালীন অত্যাচারিত সিপিআই এমের বিরুদ্ধে আন্দোলনরত ছবি হাতে তুলে দেওয়া হচ্ছে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলি লিফলেট বানিয়ে সেগুলি সাধারণ মানুষের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে।
আবার কখনও পাড়ায় নতুন প্রজন্মের সাথে পাড়ার আড্ডার মাধ্যমে ও আবার কখনও দেওয়াল লিখন ও দেওয়ালে দেওয়ালে ২১ জুলাইয়ের সর্মথনে পোষ্টার লাগিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিগত দিনদশেক ধরেই দক্ষিণ হাওড়ার বিভিন্ন ওয়ার্ড অঞ্চলের বুথে বুথে এই অনুষ্ঠান চললেও উদোক্তাদের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি আরও বেশি বেশি মানুষের সামনে তুলে ধরা আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে। কোনওরকম মঞ্চ ছাড়া ও মাইক্রোফোন ছাড়া বাড়ি বাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসংযোগের মাধ্যমে এই অভিনব প্রয়াস নেওয়া হয়েছে।