এই মুহূর্তে জেলা

স্বল্প খরচে আধুনিকতম চিকিৎসার সেরা ঠিকানা শ্রীরামপুরের মনিকমল হসপিটাল।

তরুণ মুখোপাধ্যায়, ৪ জুলাই:- হাইওয়ের উপর ট্রমা সেন্টার হিসেবে প্রশংসনীয় কাজ করে চলেছে শ্রীরামপুরের মনি কমল হাসপাতাল। হাসপাতালের কর্ণধার শ্রীমতি ইন্দ্রানী মুখোপাধ্যায় জানান হুগলি জেলায় যে সমস্ত বেসরকারি হাসপাতাল গুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা এই হাসপাতালে সাধারণ মানুষদের জন্য খুবই স্বল্প খরচে আধুনিকতম চিকিৎসার বন্দোবস্ত রয়েছে। ১লা জুলাই প্রবাদপ্রতিম চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন ছিল তারই স্মরণে রবিবার মনিকমল হসপিটালে একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকগনের সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং শ্রীরামপুর পৌরসভার পুরপ্রধান গিরিধারী সাহা।

ইন্দ্রানী দেবী জানান গত এক বছরে আমরা সম্পূর্ণ নতুনভাবে আবার এই হাসপাতালটির পরিকাঠামো গড়ে তুলেছি। অত্যন্ত আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি আমরা এখানে নিয়ে এসেছি অভিজ্ঞ চিকিৎসকরা ২৪ ঘন্টা এখানে পরিষেবা দিয়ে যাচ্ছেন, যেহেতু আমাদের হাসপাতালটি দিল্লি রোডের উপর হওয়ায় আমরা গত এক বছরে বহু দুর্ঘটনাগ্রস্থ মানুষদের চিকিৎসা করেছি। তিনি জানান আগামীদিনে আমাদের এখানে আধুনিক চিকিৎসার যে সমস্ত বিভাগগুলি আছে তার প্রত্যেকটি একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্য মাত্রা আমরা রেখেছি।