এই মুহূর্তে জেলা

মৃত শ্রমিকের ক্ষতিপূরণ না মেলায় চাঁপদানিতে জিটি রোড অবরোধ শ্রমিক পরিবারের।

হুগলি, ২ জুলাই:-চাঁপদানীর নর্থব্রুক জুটমিলে শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি,অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছে না শ্রমিকরা এরই প্রতিবাদে নর্থব্রুক জুটমিলের সামনে জিটি রোড অবরোধ করে শ্রমিক পরিবারগুলো।মিলের অফিসারদের আবাসন ঘেরাও করে।চাঁপদানী পুরসভার কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভরের নেতৃত্বে চলে আন্দোলন।এক ঘন্টা অবরোধের পর পুলিশ রাস্তা ফাঁকা করে দেয়।মিলের সামনে চলেতে থাকে পথসভা। প্রসঙ্গত গত বছর ১৫ নভেম্বর নর্থব্রুক জুটমিলে কাজ করছিলেন। রহমত আলি নামে এক শ্রমিক। অভিযোগ সহকর্মিরা রহমতের পায়ুপথে হাওয়া ভরে দেয়।পেটের যন্ত্রনায় ছটফট করতে থাকা রহমতকে প্রথমে গৌরহাটি ইএসআই পরে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়।

২৪ নভেম্বর তার মৃত্যু হয়।মৃতদেহ ময়না তদন্তের পর মিল গেটে নিয়ে আসা হয় ঘটনায় শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরনে দাবীতে বিক্ষোভ হয়।মিল কর্তৃপক্ষ ক্ষতিপূরন দেবে বলে জানায়।কিন্তু সাত মাস কেটে গেলেও এখনো ওই শ্রমিকের পরিবার কোনো টাকা পায়নি। এছাড়াও অবসর নিয়েছেন যে সব শ্রমিক তাদের পিএফ পেনসন দিতেও গরিমসি চলছে।কংগ্রেস কাউন্সিলর জানান,অনেক শ্রমিকের মৃত্যু হয়ে গেলেও তার প্রাপ্য পাওনা মেলেনি।মিলে কাজ করার সময় শ্রমিকের মৃত্যু হলেও কোনো ক্ষতিপূরন দেওয়া হয়নি।তাই এই আন্দোলন।এতে যদি নর্থব্রুক জুটমিল কর্তৃপক্ষের টনক না নড়ে তাহলে আগামী দিনে শ্রমিকদের নিয়ে বড় আন্দোলন হবে।