কলকাতা এই মুহূর্তে

সাইন্স সিটিতে গড়ে তোলা হবে মিসাইল পার্ক।

কলকাতা, ১ জুলাই:- কলকাতার সায়েন্স সিটিতে দর্শকদের জন্য একটি মিসাইল পার্ক গড়ে তোলা হবে। সায়েন্স সিটির রজত জয়ন্তী পালন উপলক্ষে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার অধিকর্তা অনুরাগ কুমার বলেন, দর্শকদের আকৃষ্ট করতে ওই পার্কে একটি বড় আকারের মিসাইল থাকবে। বর্তমানে এই পার্ক গড়ে তোলার কাজ চলছে এবং শীঘ্রই দর্শকদের জন্য চালু করা হবে। শ্রী কুমার আরও জানান, সায়েন্স সিটির ২৫বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরিজ অফ সায়েন্স সিটি’ নামে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন চালু করা হচ্ছে। সেখানে অতীতে যারা সায়েন্স সিটি পরিদর্শন করেছেন তারা সংস্থার ওয়েবসাইটে লিখে বা ভিডিও রেকর্ডিং করে তাদের অভিজ্ঞতা জানাতে পারবেন। সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডায়রেক্টর জেনারেল অরিজিৎ দত্ত চৌধুরী বলেন,বিজ্ঞান নগরী হিসেবে কলকাতা সায়েন্স সিটি দেশের মধ্যে প্রথম যে ২৫বছর পূর্ণ করেছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। বোস ইনষ্টিটিউটের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক শিবাজী রাহা,ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের প্রাক্তন ডায়রেক্টর জেনারেল ইঙ্গিত কুমার মুখার্জি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সায়েন্স সিটির ২৫বছর শীর্ষক স্যুভেনির প্রকাশ ও একটি চিত্র প্রদর্শনী, ‘কলকাতা দ্যা সিটি অফ জয়’ নামে একটি ফুল ডোম তথ্য চিত্র এবং আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে একটি সূর্য ঘড়ির উদ্বোধন করা হয়।