কলকাতা, ২৯ জুন:- রাজ্যের সরকারি হাসপাতালে পরিষেবার মান উন্নত করতে স্বাস্থ্য দফতর প্রত্যেক রোগীর জন্য পৃথক শনাক্তকরণ নম্বর বা ‘ইউনিক হেল্থ আইডি নম্বর’ তৈরি করতে চলেছে। এই নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট রোগ ও রোগীর রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা হবে। ফলে প্রেস্ক্রিপশন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সে রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে সমস্যা হবেনা বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্যভবনের তরফে কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা হাসতালকে ইউনিক হেল্থ আইডি নম্বর তৈরির পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর জন্য ওই ইউনিক হেল্থ আইডি নম্বর চালু করা হবে। হাসপাতালে ভর্তির সময় রোগীর আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড দেখানোর পর তা এইচএমআইএস সফটওয়্যারের মাধ্যমে তা নথিভুক্ত করা হবে। তাতে ডিজিটাল তথ্য ভান্ডারে রোগীর যাবতীয় খুঁটিনাটি ধরা থাকবে।