হুগলি , ২৯ জুন:- স্নান যাত্রার পনেরো দিন পর নবযৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশের জগন্নাথ মন্দিরে। স্নান যাত্রার পর প্রভুর অনবসর কাল কাটে পনেরো দিন। এই সময় প্রভুর অঙ্গরাগ করা হয়, ভেসজ রঙ দিয়ে প্রভুর অঙ্গরাগ করেন এখানকার শিল্পীরা। পনেরো দিন পর ফের ভক্তদের সামনে আসেন প্রভু জগন্নাথ।
যাগযঙ্গ সহকারে প্রভুর মঙ্গল আরতি করা হয় এই দিন। আগামী পয়লা জুলাই রথে চড়ে প্রভু পাড়ি দেবেন এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে। রথ উপলক্ষে মাহেশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গত দুবছর করোনা কালে রথের দড়িতে টান পড়েনি, তাই এবছর রথযাত্রা ঘিরে আলাদা উন্মাদনা ও রয়েছে ভক্তদের মধ্যে। তার জন্য তৈরী মাহেশ।