এই মুহূর্তে কলকাতা

স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপের আবেদনের জন্য তৈরি হচ্ছে বৃদ্ধ পোর্টাল।

কলকাতা, ২৯ জুন:- রাজ্য সরকারের গৃহীত নীতি অনুযায়ী বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপের আবেদন জানানোর জন্য একটি পৃথক পোর্টাল তৈরি করা হচ্ছে। আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পোর্টালের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে।

উল্লেখ্য, স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাব গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। গোটা বিষয়টি শিক্ষা দফতরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেৃত্বতাধীন একটি বোর্ড। প্রতি বছর ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। প্রতি মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন।