এই মুহূর্তে জেলা

ত্রিপুরার মানুষ নির্বাচনে সিন্ডিকেটের সরকারকে যোগ্য জবাব দিয়েছেন – শুভেন্দু অধিকারী।

হাওড়া, ২৬ জুন:- রবিবার হাওড়ার উলুবেড়িয়া মনসাতলায় দলীয় কার্যকারিণী বৈঠকে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা ঢালা হয়েছিল। চাটার্ড ফ্লাইটে করে গিয়ে খরচ করা হয়েছিল। সেখানে বিভিন্ন তারকাদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানকার মানুষ নির্বাচনে এই সিন্ডিকেটের সরকারকে যোগ্য জবাব দিয়েছেন। এদিন শুভেন্দু বলেন, একুশে জুলাই আমরা হাওড়ার উলুবেড়িয়ায় প্রতিবাদ সভা করব।

তবে এই সভার সঙ্গে তৃণমূলের সভার কোনও সম্পর্ক নেই। গত কয়েকদিন আগে হাওড়ায় যে তাণ্ডব চালানো হয়েছিল সেখানে সলপ থেকে উলুবেড়িয়া পর্যন্ত যে সমস্ত হিন্দু দোকানদারদের দোকান ভেঙে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের আমরা সেই দিনের ওই সভায় ক্ষতিপূরণের সামান্য কিছু ব্যবস্থা করব। বিকেল চারটের পরে সেই সভা হবে। শুভেন্দু অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার তাদের নাম দিয়ে চালাচ্ছে। আমরা বাধ্য করবো যাতে সেখানে প্রধানমন্ত্রীর নাম বসানো হয়।