এই মুহূর্তে জেলা

সরকার শুধু তোলা পেতে পারলেই খুশি , পশ্চিমবঙ্গে সার্কাস চলছে। হাওড়ায় বললেন সুজন।

হাওড়া, ২৬ জুন:- সরকার শুধু তোলা পেতে পারলেই খুশি। নাগরিক পুর পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। এটা সরকার নয়, পশ্চিমবঙ্গে সার্কাস চলছে।রবিবার হাওড়ার বেলেপোলে বাম সংগঠন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ১৯তম রাজ্য সম্মেলনে এসে একথা জানান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, মোদি ও মমতার রাজত্বে মানুষের কোনও অধিকার নেই। ক্ষমতা ও দাপটের রাজনীতি। তোলাবাজদের জন্য রাজনীতি হলে মানুষের সর্বনাশ হবে। বালি আলাদা পুরসভা। তাকে কেন যোগ করলো? নির্বাচন না করে বিকল্প ব্যবস্থা কিছু করলো না।

আসলে হাওড়া, বালির মানুষের কী হবে এটাতে আমাদের সরকারের কোনও আগ্রহ নেই। সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের গ্রেফতারি প্রসঙ্গে সুজনবাবু বলেন, পুলিশ তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতার করে ঘোরতর অন্যায় করেছে। আজ ক্লিনচিট পেয়ে লাফাতে শুরু করে দিল। এখন সব দোষ তিস্তা শীতলওয়াড়ের অথবা যারা প্রতিবাদ করেছে তাদের। এ জিনিস বেশি দিন চলবে না। আমরা ওঁর রিলিজ দাবি করছি।