হাওড়া, ২৬ জুন:- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বা অ্যান্টি ড্রাগ দিবস উপলক্ষে রবিবার ২৬ জুন দুপুরে হাওড়া জিআরপির ও আরপিএফের পক্ষ থেকে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জনসাধারণকে সচেতন রাখতে পথ নাটিকার মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এদিন। এদিন এক সচেতনতা পদযাত্রা করা হয়।
হাওড়া জিআরপি এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। মাদক বর্জনের ডাক দিয়ে প্রচার চালানো হয় হাওড়া স্টেশন চত্বরের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে। স্টেশনে বিশেষ নাটকের মাধ্যমে সচেতন করা হয় যাত্রীদের।