কলকাতা, ২৩ জুন:- জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার সব বাসকে ব্যাটারি চালিত বাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার প্রশ্নত্তর পর্বে আজ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ব্যাটারি চালিত বাসের জন্য ইতিমধ্যে ৭৬ টি চার্জিং স্টেশন করা হয়েছে। আরো তৈরী করার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে জ্বালানি ও পরিবেশের কথা মাথায় রেখে ই বাসের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে ১০০ টি ই বাস চলছে। এরকম আরও ১২০০টি বাসের বরাত দেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে আরও ৪০০ টি বাস পাওয়া যাবে। ২০২৪ এর মার্চে মিলবে আরও ৪০০ টি ই বাস। লিথিয়াম ব্যাটারির অভাবের কারণে ই বাস হাতে পেতে সময় লাগছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। কারণ দেশে ওই ব্যাটারি উৎপাদন হয় না।