কলকাতা, ২০ জানুয়ারি:- সকাল সাড়ে সাতটা নাগাদ, তিনটি গাড়ি করে, ইডির ১২ সদস্যের প্রতিনিধি দল আসেন, আর তিনটি গাড়িতে আসেন কেন্দ্রীয় বাহিনীর দল, নিউ টাউনের সিটি সেন্টার সংলগ্ন একটি অভিজাত আবাসনে (উজ্জ্বলা অ্যাপারমেন্ট)। এই আবাসনের সাউথ ব্লকের, ৯০৩ ও ৯০৯ নাম্বারের দুটি ফ্ল্যাটে কুন্তল ঘোষ থাকেন। সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে ৯০৩ নাম্বার ফ্ল্যাটে কুন্তল ঘোষ থাকতে পারেন।
প্রধানত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল যে অভিযোগ করেছিলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে, যে ৩২৫ জনের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই কুন্তল ঘোষ ১৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরপরে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা অনুমান করছেন নিয়োগ দুর্নীতিতে বড় ভূমিকা থাকতে পারে কুন্তল ঘোষের, তাই শহরের একাধিক জায়গায় আজকের তল্লাশি।