এই মুহূর্তে জেলা

এবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল।

হুগলি, ১৫ ডিসেম্বর:- এবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল। মিল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁত বিভাগে তিন শিফটের বদলে দু শিফট চালাবে।দু শিফট চালালে ১০০ শ্রমিক কাজ হারাবে।দু শিফট চালিয়ে উৎপাদন বের করে নেবে। তাই বাকি শ্রমিকদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিতে নারাজ ১০ টি ইউনিয়ন। সেই কারনে শ্রমিক ইউনিয়ন মিলে কাজ বন্ধ করে দেয়।

১৩ তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছে।আজ ১৫ তারিখ ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল কর্তৃপক্ষ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এই জুটমিলে কাজ করে প্রায় চার হাজার শ্রমিক। আই এন টি টি ইউ সি ও সি আই টি ইউ এর প্রতিনিধিরা জানিয়েছে তারা এ সম্পর্কে ডি এল সি এস ডি ও পুলিশকে জানাবে ব্যবস্থা নেওয়ার জন্য। সব ইউনিয়ন আজ কোম্পানির কাছে ডেপুটেশন দেবে।