এই মুহূর্তে কলকাতা

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পথ থেকে রাজ্যপাল কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে চায় সরকার।


কলকাতা, ২৩ জুন:- রাজ্যের অন্যান্য সরকারি ও সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য় পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে চায় সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে বসাতে বৃহস্পতিবার একটি সংশোধনী বিল পাশ হল বিধানসভায়। এদিন বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। বিলের উপর জবাবী ভাষনের দপ্তরের মন্ত্রী গোল্লাম রব্বানি বিধায়কদের সমালোচনার জবাব দেন। বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন রাজ্য তার সিমাবদ্ধ ক্ষমতার মধ্যে ততটা পেরেছে করেছে।

বিরোধী বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে বলেন বলুন কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি খাতে? নাম না করলেও মন্ত্রী অভিযোগ করেন রাজ্যপাল একাধিকবার ফোন করে তাকে ধমকেছেন, চমকেছেন। তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রীকে আচার্য করার মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের গরিমা আরো বৃদ্ধি পাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে -মেয়েদের শিক্ষার প্রসারে অগ্রনী ভূমিকা নেবে এই বিশ্ববিদ্যালয়। বিল নিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধী দল বিজেপি। কিন্তু ভোটাভুটি হলে বিরোধীদের হার নিশ্চিত ছিল। তাই এদিন আর সেই পথে হাঁটেনি বিজেপি। ফলে ধ্বনি ভোটেই পাশ হয়ে যায় বিলটি। এই বিলে আচার্য বদলের পাশাপাশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হল।