এই মুহূর্তে কলকাতা

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানো হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।


কলকাতা, ২৩ জুন:- কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল। ওই পদে এলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। আজ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন রামানুজ গঙ্গোপাধ্যায়। সভাপতি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আরও বেশ কয়েক জন আধিকারিককেও আজ বদল করা হয়েছে।

উল্লেখ্য স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় পর্ষদ সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে।