এই মুহূর্তে জেলা

নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা।

হাওড়া, ২১ জুন:- হাওড়ায় নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে স্থানীয় মানুষের বাধার মুখে পড়লেন পুরকর্মীরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতেই বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডঃ পি কে ব্যানার্জি রোডে ওই বহুতলের বেআইনি অংশ ভাঙতে গেলে পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর পুলিশি পাহারায় শুরু হয় ভাঙার কাজ। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, নির্মীয়মান বহুতলের বেআইনি অংশটুকুই আমরা ভাঙছি। বাসিন্দাদের অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কোনও ভাঙার ক্ষেত্রে আগে ডেভেলপারকে হিয়ারিংয়ে ডাকা হয়। এরপর তাঁকে সুযোগ দেওয়া হয় যাতে তিনি নিজেই সেটা ভেঙে দেন। কিন্তু তাতেও কাজ না হলে তখন একমাত্র সেক্ষেত্রে পুরকর্মীরা গিয়ে ভাঙার কাজে হাত দেয়।