এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন যশবন্ত সিনহা।

কলকাতা, ২১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা সম্মত হয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে একথা জানা গিয়েছে। যশবন্ত সিনহা নিজেও আজ এক টুইটে এই ইঙ্গিত দিয়ে বৃহত্তর স্বার্থে রাজনীতির সংশ্রব ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে টুইটারে যশবন্ত সিনহা লিখেছেন, তৃণমূল কংগ্রেস তাঁর প্রতি যে সম্মান দেখিয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ৷ ৷

কিন্তু বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে তাঁর দল থেকে অব্যাহতি নেওয়ার সময় এসেছে৷ তৃণমূল কংগ্রেস নেত্রী তাঁর এই পদক্ষেপ অনুমোদন করবেন বলে যশবন্ত সিনহা আশা প্রকাশ করেছেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে আজই দিল্লিতে অবিজেপি দলগুলির বৈঠকে বসছে। তৃণমূলের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷