হাওড়া, ১৯ জুন:- অ্যাপ ক্যাবের চালককে শারীরিক নিগ্রহের অভিযোগে হাওড়ার বালি থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে গ্রেপ্তারের পর রবিবার হাওড়া আদালতে তোলা হয়েছে। জানা গেছে, আক্রান্ত অ্যাপ ক্যাবের চালক সুবীর দাসের পাশে দাঁড়িয়ে ওই ঘটনার প্রতিবাদে শনিবার চালকরা একজোট হয়ে বিক্ষোভ দেখান বালিতে। অভিযোগ, শনিবার ভোররাতে রাহুল জয়সোয়াল নামের এক যাত্রীকে উত্তর কলকাতার দর্জিপাড়া থেকে গাড়িতে তুলে বালির দেওয়ানগাজী রোডের বাড়ির সামনে নামান সুবীরবাবু।
সেখানে অপ্রকৃতস্থ অবস্থায় ওই যাত্রী আচমকাই হামলা চালায় সুবীরবাবুর উপর। তাঁর মাথায় ও হাতে গুরুতর চোট লাগে। খবর পেয়ে চালকের উপর আক্রমণের সুবিচার চেয়ে সবকটি চালক ইউনিয়নের শতাধিক সদস্য এদিন হাজির হন বালির ঘটনাস্থলে। এরপর বালি থানাতেও যান তাঁরা। লিখিত অভিযোগ জানানো হয় যাত্রী রাহুল জয়সোয়ালের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। রাহুল জয়সোয়ালকে শনিবারই গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার তাকে আদালতে তোলা হয়।