এই মুহূর্তে জেলা

চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাপয়সা আত্মসাৎ এর অভিযোগ।ধৃত বিজেপি নেতা।


হাওড়া, ১৮ জুন:- চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা তথা গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়ার। অভিযোগ প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গায় সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। এই নিয়ে মাস খানেক আগে আমতা উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, কিছু নামমাত্র টাকা ফেরত দিয়েছিলেন সুমিত।

পরে তিনি টাকা ফেরতের জন্য যে চেক দেন, তার সব‌ই বাউন্স হয়ে যায়। তাদের অভিযোগ, শুধু হাওড়া নয়, রাজ্যের অন্যান্য জেলা থেকেও টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। চাকরিপ্রার্থীরা এই নিয়ে হাওড়ার উদয়নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে উদয়নারায়ণপুর থানার পুলিশ তাঁকে শুক্রবার তাঁর হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবার তাঁকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে।