হুগলি, ১৭ জুন:- উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে কর্মরতা দুই শিক্ষিকা এবার বরখাস্তের তালিকায়। সূত্রের খবর বরখাস্ত ওই দুই শিক্ষিকা হলেন চন্দ্রিমা দেব ও সুমনা নিয়োগী। নিয়ম বহির্ভূতভাবে ওই দুই শিক্ষিকাকে ২০১৭ সালে নিয়োগ করা হয়। সম্প্রতি অবৈধ নিয়োগ এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্যের ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্তের নির্দেশ দেয়। সেই বরখাস্তের তালিকায় উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের দুই শিক্ষিকার নাম রয়েছে।
স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলার উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় জানান তারা দুজন শিক্ষকের জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা দেব ও সুমনা নিয়োগীকে শিক্ষিকা পদে নিয়োগ করা হয়। সম্প্রতি চিঠি আসার পর তারা জানতে পারেন যে ওই দুই জনেরই নিয়োগ অবৈধ। উৎপলাদিত্য বাবু বলেন যে বা যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত। তারা এই অন্যায় কাজকে কখনোই সমর্থন করেন না।