এই মুহূর্তে জেলা

রেলের বিরুদ্ধে তুঘলকী সিদ্ধান্তের প্রতিবাদে চুঁচুড়ায় সরব তৃণমূল।

সুদীপ দাস, ১১ জুন:- রেলের বিরুদ্ধে তুঘলকি সিদ্ধান্তের অভিযোগ এনে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। পুনঃর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবীতে পথে নামলো তৃণমূল। শনিবার রেলের উচ্ছেদের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিচলের নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত সম্প্রতি হুগলী ঘাট রেল স্টেশন থেকে শুরু করে ব্যান্ডেলের দিকে রেল ইয়ার্ডে বসবাসবাসকারী সাধারন মানুষ ও ব্যাবসায়ীদের উঠে যাওয়ার নোটিশ দেয় রেল।

সেই নোটিশের পরই বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেয় তৃণমূল। এবারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করলো তৃণমূল। এদিন ৩নম্বর রেলগেট থেকে হুগলী ঘাট স্টেশন হয়ে রেল লাইন বরাবর চুঁচুড়া ঘোলঘাট পর্যন্ত মিছিল আয়োজিত হয়। বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য আমরা রেলের সাথে আছি। কিন্তু পুনঃর্বাসন ছাড়া রেলের উচ্ছেদকে মানছি না।