এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকে গ্রুপ ডি কর্মীর ঘাটতি

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষায় গ্রুপ ডি কর্মীর ঘাটতি নিয়ে জেলা স্কুল পরিদর্শক বা ডিআই-দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রুপ ডি কর্মীর ঘাটতি রয়েছে, এমন পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা তৈরি করে সমস্যার সমাধানে জেলা বিদ্যালয় পরিদর্শকদের উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ায় মাধ্যমিকে তার প্রভাব পড়ছে। রাজ্যের ২৮৫৭টি পরীক্ষা কেন্দ্রে এবার মাধ্যমিক নেওয়া হচ্ছে। এর মধ্যে ১৫ শতাংশ অর্থাৎ, ৪০০টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে গ্রুপ ডি কর্মীর ঘাটতি দেখা দিতে চলেছে। এর মধ্যে ৩৫৫টি পরীক্ষা কেন্দ্রে একজন করে গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। ৫৫টি পরীক্ষা কেন্দ্রের, কোনোটিতে ৩ জন, আবার কোনওটিতে ২ জন করে গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে।