এই মুহূর্তে জেলা

হাওড়ার পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল জেলা প্রশাসন।

হাওড়া, ১০ জুন:- অগ্নিগর্ভ হাওড়ার পরিস্থিতি সামাল দিতে এবার শুক্রবার থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া জেলা প্রশাসন। লাগাতার অশান্তির জেরেই বন্ধ করে দেওয়া হল হাওড়ার ইন্টারনেট পরিষেবা। হাওড়া কমিশনারেট ও গ্রামীণ গোটা জেলাতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই ইন্টারনেট পরিষেবা। অন্যদিকে এই ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনও। হাওড়া-দিঘা স্পেশ্যাল, হাওড়া-ভদ্রক বাঘাযতীন, হাওড়া-টাটানগর স্টিল-, শালিমার-পুরী সহ অনেক ট্রেন বাতিল হয়েছে। অন্য রুটে চলবে হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস।